৫ মিনিটে যেভাবে মেকআপ করেন রাকুলপ্রিত

অফিস যাচ্ছেন কিংবা পার্টিতে। স্বল্প সময়ে মনমতো সাজগোজ করবেন, সময় কই! অফিসের ব্যস্ততা আর কাজ সামলে শেষ মুহূর্তে কোথাও যাওয়া, তাড়াহুড়োর মধ্যে গুছিয়ে কাজ করা সময়সাপেক্ষ—তবে এই সমস্যার সমাধান দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাকুলপ্রিত সিং।

এ অভিনেত্রীর কৌশল অনুসরণ করতে পারেন। এতে মিনিটপাঁচেক হাতে থাকলেই পছন্দের সাজ সেজে নিতে পারবেন। কোন কৌশলে এত দ্রুত মেকআপ করেন রাকুলপ্রিত, তা থাকল এখানে—

৫ মিনিটে মেকআপ করার সহজ উপায় শেয়ার করেছেন রাকুলপ্রিত। হাতের কাছে ব্রাশ না থাকলেও চলবে। তবে আঙুলের সাহায্যে মেকআপ করে কীভাবে চটজলদি পার্টি কিংবা অফিস— কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হওয়া যায় তাই তিনি জানিয়ে দিচ্ছেন।

প্রথমত: শুরুটা করতে হবে ফাউন্ডেশন দিয়ে। তরল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে নেন। তবে চাইলে কেউ আঙুলের সাহায্যে কিংবা মেকআপ ব্লেন্ডার দিয়েও এ কাজ করতে পারেন।

দ্বিতীয়ত: পরের ধাপে চোখের নিচের কালি, মুখের যে কোনো দাগ ঢাকার জন্য অভিনেত্রী ব্যবহার করতে বলেছেন কনসিলার। এ ক্ষেত্রে আর ব্রাশ নয়, রূপটানে সরাসরি হাত লাগাতে হবে। অবশ্য চাইলে কেউ মেকআপ স্পঞ্জও ব্যবহার করতে পারেন, সে কথাও মনে করে দিয়েছেন অভিনেত্রী। জন্মদাগ, ব্রণের দাগ ও চোখের চারপাশের কালি এতে ঢেকে দেওয়া যায়।

তৃতীয়ত: এরপরেই কন্ট্যুরিং করতে হবে। এখন কন্ট্যুরিং স্টিক পাওয়া যায়। তেমনই একটি স্টিক নিয়ে কানের ঠিক মাঝ বরাবর অংশ থেকে নিচের দিকে আধ ইঞ্চির মতো টেনে নিতে হবে। নাকের দুপাশে স্টিক বুলাতে হবে। আঙুলের সাহায্যে কন্ট্যুরের গাঢ় রঙ মুখের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তবে মেকআপ ব্লেন্ডার দিয়েও তা করা যায়। এ পদ্ধতিতে নাক-মুখ দেখায় তীক্ষ্ণ।

চতুর্থত: ফাউন্ডেশন ও কন্ট্যুরিংয়ের পর ব্যবহার করতে হবে মুখে মাখার পাউডার। এতে মুখমণ্ডলে রঙের অসামঞ্জস্য ঢেকে দেওয়া যাবে। বোঝা যাবে না মেকআপ করা হয়েছে।

পঞ্চমত: শেষ ধাপে রাকুলপ্রিত আইশ্যাডো লাগাতে বলেছেন। ব্রাশ থাকলে ঠিক আছে, না হলে নেই। তাড়াহুড়োয় আঙুলের সাহায্যেই চোখের ওপরের পাতায় আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন। তারপর লাগিয়ে নিতে হবে ব্লাশ। হাসতে হবে। হাসলে গালের যে অংশ হাইলাইট হয়, সেখানেই দিতে হবে ব্লাশার। তার অল্প ছোঁয়া যেন থাকে নাকের ডগায়। তার পর আসবে লিপস্টিক।

সবশেষে মাশকারা। কাজল বা আইলাইনারের বদলে চোখে শুধুই মাশকারা ব্যবহার করেন অভিনেত্রী।