৫৩৮ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সারাদেশে রবিবার পর্যন্ত ৫৩৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে খোদ‌ রাজধানীতেই র‌য়ে‌ছে ১৬৪টি।

রোববার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, এখনো কিছু জেলার তথ্য হা‌তে আসা বাকি আছে। সেসব তথ্য পে‌লে এ সংখ্যা আরো বাড়বে। এ ব্যাপা‌রে আমাদের অভিযান অব্যাহত থাক‌বে।

গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের প‌রিচালক (হাসপাতাল ও ক্লি‌নিক) ডা. মো. বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, দেশের সব অবৈধ ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যারা স্বাস্থ্য অধিদপ্ত‌রের সিদ্ধান্ত মানবে না, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে তিনি বলেন, যেসব ক্লিনিক- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সের জন্য আবেদন করেনি, সেগুলো অবৈধ। আমাদের বেঁধে দেওয়া সময়ের পর যদি নিবন্ধনহীন কেউ কার্যক্রম পরিচালনা করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ কর‌বো।

Comments (0)
Add Comment