দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষেই নাজমুল হোসেন শান্ত’র দল সিরিজ জয়ের সুবাস পাচ্ছিল। তবে তাদের অপেক্ষা দীর্ঘায়িত করেছেন কার্টিস ক্যাম্ফার।
তার হাফসেঞ্চুরিতে আজ (রোববার) পঞ্চম দিনে ২ উইকেট হারিয়ে আরও ৮৭ রান যোগ করেছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান। যদিও প্রথম সেশনে বাড়ানো হলো ২০ মিনিট। দুপুর ১১.৩০ এর জায়গায় দুই দল লাঞ্চে গেল ১১.৫০ মিনিটে।
এ সেশনে খেলা হয়েছে ৩৯ ওভার। তাতেও আয়ারল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। জয় পেতে আরো ২ উইকেট দরকার বাংলাদেশের। অন্যদিকে আইরিশরা এখনও ২৪৬ রানে পিছিয়ে।
এখন পর্যন্ত স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তাইজুল।