২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেই সাথে সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দাও জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, রবিবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে (বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
এ নিয়ে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছেঃ
“২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাই।”