২০২৫ বরণে প্রস্তুত বিশ্ববাসী

২০২৫ সালকে বরণ করে নিতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তাই দেশে দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঐতিহাসিক টাইমস স্কয়ারে প্রতিবারের মতো এবারও নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী বল ড্রপের প্রস্তুতি। ক্রিস্টাল বলে স্থাপন করা হয়েছে হয়েছে ৩২ হাজারের বেশি এলইডি বাতি।  নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চীনের রাজধানী বেইজিং, সাংহাইসহ প্রধান শহরগুলো। সমুদ্র সৈকতের পাশে মঞ্চ প্রস্তুতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রস্তুত দর্শনার্থীরাও। এখন শুধু সময়ের অপেক্ষা।

প্রতিবছরের মতো এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন ২০২৫ সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তাকর্মীরা।

সাইবরিয়ায় বর্ষবরণ উপলক্ষে ‘দৌড় প্রতিযোগিতা’। ছবি: সংগৃহীত

নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেরিও শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা।

নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনির মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় ৬৫ হাজার মানুষ। এ উপলক্ষে রাজধানীজুড়ে ৫ হাজার পুলিশ টহল দেবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

এদিকে, ২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ব নানা উৎসবে মেতে উঠলেও অস্ট্রেলিয়ার সিডনি হবে নববর্ষের আগের দিন উদযাপনের জন্য সবচেয়ে আইকনিক গন্তব্যস্থলের মধ্যে অন্যতম প্রধান শহর।

২০২৫ সালের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিডনি তার সর্বকালের সর্ববৃহৎ নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আয়োজকরা এবারও বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীর বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে আতশবাজি উৎসবের। বিশ্বসেরা খেতাব পেতে প্রতিযোগিতা চলে শহরগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে থাকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যনির্ভর শহর সিডনি।

সিডনির বন্দর উপকূলে নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকছেন।

আয়োজকরা বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের উৎসব হবে সবচেয়ে মুগ্ধকর,  আকর্ষণীয় ও বিস্ময়কর। যারা এটি দেখবেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।

অবিশ্বাস্য ভিজ্যুয়াল, যুগান্তকারী প্রযুক্তি ও সম্প্রদায়কেন্দ্রিক মনোভাবের সঙ্গে এ বছরের উৎসবটি তার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় হওয়ার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।

এ বছর সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হবে। এই সংযোজনটি আরও বেশি চিত্তাকর্ষক প্রদর্শন নিশ্চিত করবে। বন্দর জুড়ে উপস্থিত দর্শকদের একটি অবিস্মরণীয় দৃশ্য দেখানো হবে।

Comments (0)
Add Comment