২০২৪ পর্যন্ত বাংলাদেশ শুটিং দলের কোচ কিম

২০১৬ সালে প্রথমবার বাংলাদেশ শুটিং দলের কোচ হয়ে এসেছিলেন কিম ইল ইয়ং। মাস তিনেক থাকার পর চলে যান। দ্বিতীয় দফায় ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

সাউথ এশিয়ান গেমসে তার অধীনে স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশের শুটাররা। তারপরও সেই কিম ইল ইয়ংয়েই আস্থা রেখেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। দক্ষিণ কোরিয়ার এই পিস্তল কোচের সঙ্গে বুধবার নতুন চুক্তি করেছে ফেডারেশন। ২০২৪ সাল পর্যন্ত সিনিয়র শুটারদের পাশাপাশি জুনিয়রদের সঙ্গেও কাজ করবেন তিনি। গত ১৪ মে বাংলাদেশ শুটিং দলের দায়িত্ব নেন ইয়ং।

শুটিংয়ের সাফল্য ফেরাতে তাই এবার দীর্ঘমেয়াদে কিম ইল ইয়ংয়ের সঙ্গে জুটি গড়ল ফেডারেশন।

চুক্তির পর দক্ষিণ কোরিয়ার এই কোচও দেখালেন আশা, ‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। আশা করি, তাদের মধ্য থেকে সেরাটাই বের করে আনব আমি।’ শাকিল আহমেদ-আরমিন আশারা পিস্তল ইভেন্টের কোচ পেলেও আব্দুল্লাহ হেল বাকীরা রাইফেল ইভেন্টের কোচ পাননি এখনও।

Comments (0)
Add Comment