১৯ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না। আজ বৃহস্পতিবার, (১৯ ডিসেম্বর) ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ইতিহাস :

১৬৭৫ – দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।

১৯৪২ – ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দুদিনব্যাপী প্রথম সম্মেলন শুরু।

১৯৫৭ – মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু।

১৯৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।

১৯৯১ – মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।

জন্ম :

১৮৫২ – এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।

১৮৭৫ – মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।

১৯১০ – জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।

১৯৩৪ – প্রতিভা পাতিল, ভারতের ১৩-তম ও প্রথম নারী রাষ্ট্রপতি।

১৯৭১ – মুনির আহমেদ শ্রাবণ, বাংলাদেশের কথাসাহিত্যিক।

মৃত্যু :

১৯২৭ – আসফাকউল্লা খান, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৮৪ – আবদুল কাদির, বাঙালি কবি, সাহিত্য-সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত।

১৭৩৭ – জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।

১৮৬০ – লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল।

১৯১১ – মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৯১৮ – রাধাগোবিন্দ কর, বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক।

Comments (0)
Add Comment