১৭ বছরের সাজা থেকে খালাস বাবর

১৭ বছরের সাজা থেকে খালাস বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল নং-৯ তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, তিনি নিজ বাড়িতে লাইসেন্স বিহীন রিভলভার রেখেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।

বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ২০০৭ সালের ২৭ মে যৌথবাহিনী লুৎফুজ্জামান বাবরকে তার বাসা থেকে আটক করে এবং পরের দিন ২৮ মে তাকে গ্রেফতার দেখানো হয়। ৩ জুন গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। এরপর ৩০ অক্টোবর মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল তাকে লাইসেন্স বিহীন রিভলভার রাখার অভিযোগে ১৭ বছরের সাজা দেন।

Comments (0)
Add Comment