পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
বুধবার (২৪ মার্চ) গত এক সপ্তাহে চলমান বইমেলার সার্বিক পরিস্থিতির মূল্যায়ন ও পর্যালোচনা সভায় এটি পুনর্ব্যক্ত করা হয়। বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমরি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
করোনার প্রকোপ বাড়ায় সভায় মেলায় আগতদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে অংশগ্রহণকারী প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহের কথা বলা হয়েছে।
মেলা প্রাঙ্গণে কেউ যেন মাস্ক ব্যতীত ঘোরাফেরা না করে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য সমন্বিত দলের পদক্ষেপের পাশাপাশি মাইকে সচেতনামূলক প্রচারণাও চালানো হবে।
আগামী ২৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ শনিবার সরকারি ছুটির দিন থাকায় মেলায় জনসমাগম বাড়তে পারে এ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় প্রবেশ ও অবস্থানের বিষয়ে পর্যাপ্ত প্রচারণার জন্য গণ্যমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়।