বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের লালসবুজ রঙের বিশাল জাতীয় পতাকাপ্রদর্শনের হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার সকাল ১০টায় এই বিশাল পতাকা প্রদর্শন করা হয়।
বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের বিশাল পতাকা প্রদর্শন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের করনার উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠানিকভাবে কাপড়ের তৈরি বৃহৎ জাতীয় পতাকার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এতে অংশ নেন জিলা স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই বিশাল পতাকা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে এটি কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা বলে দাবি করেছেন আয়োজকরা।