১০ জন নিয়ে খেলে আলনসোর প্রথম জয়

ম্যাচের তখন মাত্র সপ্তম মিনিট চলে। পাচুকার সালোমন রনডনকে টেনে ধরেন রাউল আসেনসিও। স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হওয়ায় রেফারি দৌড়ে এসে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। তাই নিয়েও নিজেদের শক্তি দেখাল লস ব্লাঙ্কোসরা। শুরুর ধাক্কা সামলে মেক্সিকোর পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে জায়গা করে নিয়েছে জাবি আলনসোর দল।

ক্লাব বিশ্বকাপে এই জয় রিয়ালের কোচ হিসেবে আলনসোর প্রথম জয়। বুধবার আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দলকে আবারও ট্র্যাকে ফেরালো। আসরেও টিকিয়ে রাখল দলকে।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে প্রথমার্ধে প্রায় আধা ঘণ্টা প্রতিপক্ষের চাপের মুখে ছিল রিয়াল। এরপর সময় যেতেই দেখায় বাস্তবতা। ৩৫ মিনিটে ১৫ গজ দূর থেকে নিচু শটে গোল করেন জুড বেলিংগাম। ৪৩ মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন আক্রমণ থেকে গোল করেন তরুণ তুর্কি তারকা আর্দা গুলের।

মেক্সিকান ক্লাব পাচুকা ম্যাচজুড়েই ছিল আক্রমণাত্মক। তারা ২৫টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র ৮টি শট নেয়, ৩টি লক্ষ্যে। তবুও দক্ষতা ও গোলমুখে কার্যকারিতায় এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া ১০টি সেভ করেন। তবে ৮০তম মিনিটে এলিয়াস মনতিয়েলের একটি শট তার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলপোস্টে ঢুকে পড়ে।

তার আগেই অবশ্য ৭০ মিনিটে দুর্দান্ত ভলিতে রিয়ালকে তিন গোলে এগিয়ে দিয়েছিলেন ভালভার্দে। এই জয়ে ২ ম্যাচে ১ জয়, ১ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৪। পরবর্তী ম্যাচে ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে ড্র বা জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে আলনসোর দল।