থ্রেড জ্বরে ভুগছে সবাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হলো। থ্রেড অ্যাকাউন্ট এমনিতেই ব্যবহার করা যাবে। টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত প্লাটফর্মটি ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা সঞ্চার করেছে। ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তা মাত্র কয়েকদিনেই একশো মিলিয়ন বা ১০ কোটি পেরিয়ে গেছে।
চালু হওয়ার পর থেকেই থ্রেড সফলতার মুখ দেখেছে। ইনস্টাগ্রাম ডাটাবেজ থেকেই সব তথ্য পাওয়া যাচ্ছে। অ্যাপটি চালু হওয়ার দুই ঘণ্টার মধ্যে এর ব্যবহারকারী ২ মিলিয়নে পৌঁছায়। তারপর ১০ মিলিয়ন, ৩০ মিলিয়ন ও ৭০ মিলিয়ন ব্যবহারকারীর ঘোষণা দেয় মেটা। মার্ক জাকারবার্গ নিজেও অ্যাপের সফলতা দেখে অবাক।
থ্রেডে শুধু ব্যবহারকারীই বাড়ছে তা কিন্তু নয়। মানুষ এখানে নিয়মিত পোস্ট করছে। এখন পর্যন্ত থ্রেডে ৯৫ মিলিয়ন পোস্ট আর ১৭০ মিলিয়ন লাইক যুক্ত হয়েছে বিভিন্ন পোস্টে। মেটা অবশ্য টুইটারকে প্রতিদ্বন্দ্বী করছে না। মেটার মূল লক্ষ্য রাজনীতি নয় বরং সাম্প্রতিক খবর। আর কনভার্শেসন বেজ প্লাটফর্ম হওয়ায় ব্যবহারকারীদের মনোযোগও থাকবে বেশি।