হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে জিরা আমদানি

কমেছে দাম

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে। আমদানি বেশি হওয়ায় বাজারে কমেছে জিরার দাম।

এই বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ২-৩ ট্রাক জিরা আমদানি হতো। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮-১০ ট্রাকে। বন্দরটি দিয়ে প্রতিটন জিরা ৩ হাজার ৫০০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কোরবানী ঈদকে সামনে রেখে জিরা আমদানি হচ্ছে। সে জন্য আমরা দ্রুত জিরাগুলো শুল্কায়ন করে ছাড়করনের ব্যবস্থা গ্রহণ করেছি।

আমদানিকারক নাজমুল ইসলাম বলেন, ভারতে জিরার দাম কমে যাওয়ায় ও আমদানি বেশি হওয়ায় কমেছে পণ্যটির দাম, ঈদের আগে আরো বেশি জিরা আমদানি হলে আশা করছি দামটা আরো কমে আসবে।

– দিনাজপুর প্রতিনিধি