গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হত্যার চেষ্টা মামলা দায়ের হয়েছে।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টায় গাজীপুর মহানগরের বাসন থানায় গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মো.শাহীন খান।
তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং মামলা গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।