তিন বড় দলের সঙ্গে ‘এফ’ গ্রুপে পড়ে যেন অথৈ সমুদ্রে পড়েছিল হাঙ্গেরি। তবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই বুক চিতিয়ে লড়াই করেছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিয়ে চমক দেখায়। বুধবার রাতে জার্মানির বিপক্ষেও দেখিয়েছে চমক। দুইবার এগিয়েও গিয়েছিল হাঙ্গেরি। তবে বদলি খেলোয়াড় লিওন গোরেৎজকায় চূর্ণ হয়ে গেছে হাঙ্গেরিয়ানদের হৃদয়। জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করে বিদায় নিয়েছে হাঙ্গেরি। শেষ ষোলোয় জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড।
ম্যাচের শুরুতে ১১ মিনিটের মাথায় অ্যাডাম সলই এগিয়ে দেন হাঙ্গেরিকে। শুরুর দিকে হাঙ্গেরির সাথে পেরে উঠছিল না জার্মানি। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল হাঙ্গেরি। কিন্তু পরের মিনিটে তিনবারের চ্যাম্পিয়নরা ম্যাচে সমতা ফিরিয়ে আনে। হাভার্টজ লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন।
ম্যাচের ৬৮মিনিটে সাফেরের গোলে আবারও এগিয়ে যায় হাঙ্গেরি। তিন পয়েন্টের স্বপ্ন আবারও দেখতে শুরু করে তারা। ৮৩ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন রেখে ম্যাচ এগোতে থাকে। ঠিক ৮৪ মিনিটে হাঙ্গেরিকে হতাশ করে দিয়ে জার্মানি দ্বিতীয় গোল করে। বদলি নেমে লিওন গোরেৎজকার লক্ষ্যভেদ করে দলের হার এড়ান। সেইসঙ্গে শেষ ষোলোতে উঠাও নিশ্চিত করেন। এরই সাথে হাঙ্গেরির স্বপ্নও ভঙ্গ হয়। বিদায় নিতে হয়েছে তাদের।