হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাস চালকসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয়।

হবিগঞ্জ প্রতিনিধি