সড়কে মৃত্যুর মিছিল, পাঁচ জেলায় নিহত ১২

চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, নওগাঁ ও পিরোজপুরে ঈদের দিনে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া বগুড়ায় বাবা-মেয়েসহ ৩ জন, গাজীপুরে ফুফু-ভাতিজিসহ ২ জন এবং নওগাঁ ও পিরোজপুরে ১ জন করে নিহত হন।
চট্টগ্রাম
সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাস ও কক্সবাজারগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন নিহত ও ৬ জন আহত হন। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম নিহতদের তালিকা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন: রিফাত হোসেন (১৯), আরফাত হোসেন (২১), নাজিম উদ্দিন (২৫), জিসান হোসেন (২২) ও মো. সিদ্দিক (২০)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়া
বগুড়ার শেরপুরে তিনটি ভিন্ন দুর্ঘটনায় ৩ জনের প্রাণ যায়। দুপুর সাড়ে ১২টায় ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে অলোক সরকার (২০) নিহত হন। তার দুই বন্ধু জয়ন্ত ও শুভ সরকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। একই দিন সোয়া ২টায় মহিপুর জামতলা এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৩২) ও তার ৩ বছরের মেয়ে সেজদা নিহত হন। এছাড়া মহাসড়কে বাস-কার সংঘর্ষে লিখন (২৮) ও জীবন (৩০) আহত হন।
গাজীপুর
গাজীপুরের শিববাড়ি এলাকায় সকাল ১০টায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী তাবাসসুম (৫) ও তার ফুফু নিহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটি আগুনে পুড়িয়ে দিলে ফায়ার সার্ভিস তা নেভায়। অটোরিকশা চালকসহ ৪ জন আহত হন। পুলিশ জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে শহরমুখী অটোরিকশাটি শিববাড়ি মোড়ে বিপরীত দিকের বাসের ধাক্কায় ক্ষতবিক্ষত হয়।
নওগাঁ
নওগাঁর সাপাহারে বেলা ১১টায় কালাইবাড়ী-দিঘিরহাট সড়কের মিরাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নিহত হন। আহত বন্ধু আহসান আলী (১৭) ও জামিরুল (১৭)কে হাসপাতালে ভর্তি করা হয়। শাহিনের পরিবার জানায়, ঈদে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। থানার ওসি আব্দুল আজিজ মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান।
পিরোজপুর
পিরোজপুরের ইন্দুরকানীতে দুপুর ২টায় ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন সড়কে মোটরসাইকেলের বাক পার হতে গিয়ে মহিউদ্দিন তুহিন (২২) নিহত হন। তার স্ত্রী মিম আক্তার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, দম্পতি ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

Comments (0)
Add Comment