স্ত্রীর উদ্যোগে মান্নার ট্রিবিউটে গাইছেন ইমরান

প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনয়ের মাধ্যমে এখনও একটা প্রজন্মকে মোহাবিষ্ট করে রেখেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি এ নায়কের মৃত্যুবার্ষিকী। দিনটিতে মান্নাকে এবার নানা আয়োজনে স্মরণ করতে উদ্যোগ নিয়েছেন তার স্ত্রী শেলী মান্না।

নায়কের চিরবিদায়ের দিনে তাকে ট্রিবিউট করে তৈরি হচ্ছে গান। গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন পুলক অধিকারী। সংগীতায়োজন করছেন মেহেদী। আর কণ্ঠ দিচ্ছেন ইমরান মাহমুদুল।

ইমরান মাহমুদুল বলেন, ‘মান্না নামের সঙ্গে অন্য রকম একটা ব্যাপার কাজ করে। ইন্ডাষ্ট্রিতে তাকে আমি পাইনি। তবে তার অভিনীত সিনেমা দেখেছি অনেক। মৃত্যুর এতো বছর পরও মানুষের কাছে জনপ্রিয় তিনি। তাই তাকে ট্রিবিউট করে গান গাওয়ার জন্য যখন প্রস্তাব এলো আমি এক মুহুর্তও দেরি করিনি।’

ইমরান আরও বলেন, মান্না ভাইয়ের জন্য গাওয়ার সৌভাগ্য আমার হয়নি। এ আফসোসটা আমার ছিলো। সেই আফসোস অনেকটাই পূরণ হতে যাচ্ছে। আশা করি এই গানের মাধ্যমে মান্নাভক্ত যারা আছেন, তাদের প্রত্যাশাও পূরণ হবে।

গানটির উদ্যোক্তা প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। আর সার্বিক সমন্বয়ের কাজটি করছেন পরিচালক সোহানুর রহমান সোহান। ‘স্বপ্ন ছিল তাঁর হবো পর্দা নায়ক, দেখবে আমাকে কোটি কোটি দর্শক’। মূলত এই প্রজন্মের কাছে মান্নাকে স্বরূপে উপস্থাপন করার লক্ষ্যেই গানটি তৈরি করা হচ্ছে বলে জানান শেলী মান্না।

Comments (0)
Add Comment