অর্থ না গৌরব—কোন পথে হাঁটবেন ভিনিসিয়ুস? সেটা নিয়ে তার সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন সবাই। সেই অপেক্ষার ভেতরই এসেছে নতুন খবর। নেইমার চলে আসার পর আল হিলাল এখন তার শূন্যতা পূরণে রদ্রিগোকে চায়। অর্থাৎ রিয়াল মাদ্রিদের দুই তারকাকেই চায় সৌদি ফুটবল। সে জন্য পারিশ্রমিকের অঙ্কাটা রীতিমতো লোভনীয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিসিয়ুসকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। কোন ক্লাব তা, নিশ্চিত না হওয়া গেলেও এতটুকু জানা গিয়েছিল, আল আহলি, আল নাসর ও আল হিলাল আছে এই দৌড়ে। এই পারিশ্রমিকের পাশাপাশি দলবদলের ফি হিসেবেও ৩০ কোটি ইউরো দেওয়ার কথা বলা হয়েছিল। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর (১৬ হাজার ৪৪৮ কোটি টাকা প্রায়) প্রস্তাব। পারিশ্রমিকে ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ৬৫৩ কোটি টাকা), দলবদল ফি হিসেবে বাকি ৩০ কোটি।
রদ্রিগোর জন্য আল হিলালের প্রস্তাব দেওয়ার খবর জানা গেছে শুক্রবার ( ৩১ জানুয়ারি)। স্পেনের টিভি ‘এল চিরিনগুইতো’ জানিয়েছে, ৩০ কোটি ইউরোর (৩ হাজার ৭৯৫ কোটি টাকা প্রায়) একটি প্যাকেজ প্রস্তাব দেওয়া হয়েছে রদ্রিগোর জন্য। তাঁকে মৌসুমপ্রতি ১৪ কোটি ইউরো (১ হাজার ৭৭১ কোটি টাকা প্রায়) বেতন দিতে চায় আল হিলাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ নিশ্চিত করেছে, সৌদি প্রো লিগের ক্লাবটির কাছ থেকে রিয়াল ৩০ কোটি দলবদল ফির প্রস্তাব পেয়েছে। আর চিরিনগুইতোর সাংবাদিক এদু আগুয়েরে ‘এল চিরিনগুইতো দে জুগোনেস’ অনুষ্ঠানের এর সর্বশেষ পর্বে বলেছেন, ব্রাজিলের তারকা রদ্রিগোর জন্য ‘আরবের পরিকল্পনাটা হলো রিয়াল মাদ্রিদকে ৩০০ মিলিয়ন ইউরো (৩০ কোটি ইউরো) এবং রদ্রিগোকে দেওয়া হবে ১৪০ মিলিয়ন ইউরো (১৪ কোটি ইউরো)।’
তবে ঠিক কত মৌসুমের জন্য রদ্রিগোকে কিনতে চায় আল হিলাল, তা জানা যায়নি। এক মৌসুমের পারিশ্রমিক আমলে নিয়ে এটুকু বলা যায়, রদ্রিগোর জন্য ৪৪ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। রিয়াল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, না বলেছেন রদ্রিগো নিজেও।
মার্কার প্রতিবেদনে দাবি করা হয়, সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার কোনো ইচ্ছাই নেই রদ্রিগোর। এমনকি সেটা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া পারিশ্রমিকের বিনিময়েও নয়। রিয়ালে রদ্রিগোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তাঁর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এ নিয়ে বলেছেন, ‘খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা আমার জন্য কঠিন। কারণ, এগুলো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি যেটা বুঝি, এখানে যারা আছে, সবাই সুখী এবং এখানে থাকতে চায়।’
তার আগে অবশ্য সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে আসা প্রস্তাবের বিষয়ে ভিনির কোর্টে বল ঠেলে দিয়েছিলেন কোচ আনচেলত্তি, ‘ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, খেলোয়াড়টি (ভিনি) সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জেতায় উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।’
ভিনি যে গৌরবের পেছনেই ছুটতে চান, সেটা বোঝা গেল রিয়াল মাদ্রিদ টিভিকে বলা একটি কথায়, ‘১০০ গোল করে ক্লাবের ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ২৪ বছর বয়সের মধ্যে সাত মৌসুম কাটিয়ে দিলাম। ইতিহাস গড়তে পারাটা আমার ও আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আরও অনেক বছর এখানে থাকতে পারব।’ ভিনির শেষ কথায় বোঝা যায়, সৌদি আরব থেকে আসা লোভনীয় প্রস্তাবের প্রতি আগ্রহ নেই তাঁর। রিয়ালে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত এবং রিলিজ ক্লজ রদ্রিগোর মতোই ১০০ কোটি ইউরো।