মার্কিন আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। যা গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
মূলত মার্কিন আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পর বাড়ছে ডলারের দাম। এতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আকর্ষণ কমে গেছে স্বর্ণের দাম।
এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজার বিভাগের বৈশ্বিক প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ‘এটা নিঃসন্দেহে সবচেয়ে বড় খবর ছিল। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায়, ডলার শক্তিশালী হয়েছে এবং সেটাই স্বর্ণের দাম কমিয়ে আনতে সাহায্য করেছে।’
বাজার এখন নজর রয়েছে ট্রাম্প প্রশাসনের আপিল প্রক্রিয়ার দিকে। পাশাপাশি বাজার পর্যবেক্ষকরা আগ্রহের সঙ্গে লক্ষ্য করছেন ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত পদক্ষেপ এবং বৈশ্বিক মুদ্রানীতি পরিবর্তনের ইঙ্গিত-যা স্বর্ণের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।