করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনেকটা সেরে উঠছেন। তিনি এখন উঠে বসতে পারছেন।
বৃহস্পতিবার বিকালে তাকে আইসিইউ থেকে সাধারণ রুমে স্থানান্তর করা করা হয়েছে। তিনি হাসপাতাল কর্মীদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলছেন।
প্রায় দুই সপ্তাহ আগে জনসনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। রবিবার উচ্চ তাপমাত্রার জ্বর এবং ঠাণ্ডাকাশির কারণে তাকে সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়।