সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

রাজধানীর পুরানা পল্টনের একটি আবাসিক হোটেল থেকে চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী লিটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে পল্টনের নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত কয়েক মাসে গুলিস্তান সেনা ক্যাম্পে একাধিক সাধারণ নাগরিক অভিযোগ করে আসছিলেন, লিটন নামক একজন ব্যক্তি ও তার কিছু সহযোগী পুরানা পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করছিল।

এ ছাড়া গত বছরের ২৭ সেপ্টেম্বর ছিনতাই ও অপহরণের কারণে যাত্রাবাড়ী থানায় লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। বুধবার লিটন পুরানা পল্টন এলাকায় অবস্থান করছে, সে তথ্য পেয়ে নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।