মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংসান সুচির চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সেনা আদালত। তার বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া ও কোভিড বিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত এ সাজা দিয়েছে বলে জানানো হয়েছে। যদিও সু চির রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীর টেলিভিশন।
স্থানীয় সময় সোমমার (৬ ডিসেম্বর) মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে চার বছরের কারাদণ্ডের খবর চাউড় হতে হতে না হতেই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়, দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং সু চিকে আংশিক ক্ষমা করেছেন। সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে।
এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে কারাদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআর। এটিকে সেনাবাহিনীর সাজানো বিচার বলেও দাবি করেছে সংস্থাটি।
ওএইচসিএইচআর এর মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, ‘ইয়াঙ্গুনে সাধারণ মানুষের মানুষের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া, শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনীর গুলি করার মধ্যেই এ রায় দেওয়া হয়েছে।’ এ সময় ১০ হাজার রাজনৈতিক বন্দিসহ গ্রেপ্তার সবাইকে নিঃর্শত মুক্তির দাবি জানান রাভিনা। পাশাপাশি সেনা হেফাজতে নির্যাতনে এখন পর্যন্ত ১৭৫ জনের মৃত্যুর খবরও জানায় সংস্থাটি।