প্রায় হারতে বসেছিল উরুগুয়ে। তবে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। তার গোলেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কানাডাকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়ে কোপা আমেরিকা শেষ করলো উরুগুয়ে।
রোববার (১৪ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উড়ন্ত শুরু পায় উরুগুয়ে। ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে কানাডা। ম্যাচের ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ গোলে ম্যাচে ফিরে কানাডা। তার গোলে ১-১ এ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল।
বিরতির পর ম্যাচের ৮০ মিনিটে এগিয়ে যায় কানাডা। জোনাথন ডেভিড গোল করে দলকে এগিয়ে দেয়। তার গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে কানাডা। তবে ম্যাচে যোগ করা সময়ে গোলকে করে উরুগুয়েকে সমতায় ফেরান সুয়ারেজ। তার গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম দুই শটে গোল করে দুই দল। তৃতীয় শটে গিয়ে পেনাল্টি মিস করেন কানাডার কোন। পঞ্চম শট মিস করেন কানাডার আলফানসো ডেভিস। বিপরীতে নিজেদের ৪ শটে গোল করেই জয় নিশ্চিত করে উরুগুয়ে।