দীর্ঘদিন ধরে চলে আসছে চীন ও ভারতের সীমান্ত ইস্যু। অবশেষে এই বিবাদ নিরসনে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দু’দেশ। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই এশীয় জায়ান্টের উচ্চ পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হচ্ছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানিয়েছে। ।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেইজিংয়ে দেখা করেছেন। ২০১৯ সালের পর সীমান্ত সমস্যা নিয়ে দু’দেশের বিশেষ প্রতিনিধি হিসেবে তারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন।
গত বছরের অক্টোবরে দুই দেশ তাদের বিতর্কিত সীমান্তের কিছু অংশে সামরিক বিচ্ছিন্নতা এবং টহল ব্যবস্থার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিলো। বৈঠকে সেই চুক্তিটি নিয়ে আবার আলোচনা করা হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে ওয়াং ও ডোভাল সীমান্ত বিরোধের সমাধানের একটি প্যাকেজ অনুসন্ধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যা ন্যায্য, যুক্তিসঙ্গত এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য।
তারা বিচ্ছিন্নতা চুক্তি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জোর দিয়েছেন যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব এড়াতে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং পরিচালনা করা উচিত। উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার জন্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিজ্ঞাবদ্ধ।
চীনা বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের কর্মকর্তা আন্তঃসীমান্ত বিনিময় জোরদার করতেও সম্মত হয়েছেন। যার মধ্যে রয়েছে ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতে ভ্রমণ পুনরায় শুরু করা, আন্তঃসীমান্ত নদী সহযোগিতা এবং ভারতের সিকিম রাজ্যের একটি পাহাড়ি গিরিপথ নাথুলায় সীমান্ত বাণিজ্য খুলে দেওয়া।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের বিস্তৃত বিবরণ নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, স্থলভাগে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সীমান্তের সমস্যাগুলো দ্বিপক্ষীয় সম্পর্ককে বাধাগ্রস্ত না করে।