সিলেট বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে ৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ মৌলভীবাজারে। এই জেলায় ৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২০ জন। মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৫৩ শতাংশ। অথচ সিলেটের তিন জেলাতেই সংক্রমণের হার সাত শতাংশের নিচে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫০টি নমুনা পরীক্ষার পর ৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটের ৪২ জন, সুনামগঞ্জের চারজন, হবিগঞ্জের পাঁচজন এবং মৌলভীবাজার জেলার ২০ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় সিলেটে ২১৫ জন রোগী সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের তিনজন এবং মৌলভীবাজারের ১১৭ জন। এছাড়া, বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিলেটে বিভিন্ন হাসপাতালে ২৭৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে পাঁচজন এবং হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৫ জন।

বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৭৫৭ জন। মোট মারা গেছেন ১১২১ জন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

Comments (0)
Add Comment