সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে মস্কোতে আসাদ

বিদ্রোহীদের অভিযানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ দেশ ছেড়ে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে বলে ক্রেমলিনের একটি সূত্র রুশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া রুশ সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতে একটি চুক্তি হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল আসাদ সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আদেশ দিয়েছেন। বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় ছয় দশকের শাসনের অবসান হয়।

এদিকে, সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্রোহী যোদ্ধাদের হামলার মুখে ব্যক্তিগত বিমানে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়া আসাদকে পরিত্যাগ করাতেই তার পতন হয়েছে। খবর রয়টার্সের।

রবিবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, আসাদ চলে গেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। ইউক্রেনের কারণে রাশিয়া সিরিয়ায় সব আগ্রহ হারিয়ে ফেলেছে। বিদ্রোহী যোদ্ধারা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত বিমানে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ।