জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে সিরিজ হাতছাড়। এমন কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলংকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও ৭ উইকেটে হেরে পিছিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটে ১৭৭ রান করে ২২ রানের জয়ে সিরিজে (১-১) সমতায় ফেরে বাংলাদেশ।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাট করছে শ্রীলংকা।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা: পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে ও নুসহারা।