শেষটাতে এসে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে পারল না বাংলাদেশ। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু শেষ ম্যাচে জয় ধরা দেয়নি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৬ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা। যদিও আগেই নিশ্চিত হওয়া দুই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো-মাত্র ১৬ রানেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। এরপর সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ে ৩১ রান করলেও মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয় নেমে আসে। আফিফ, সোহান ও মোসাদ্দেকের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল।
এরপরই ইয়াসির আলী চৌধুরী একপ্রান্ত আগলে রেখে খেলেন ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। লোয়ার অর্ডারে নাসুম আহমেদ দেখান দৃঢ়তা। ৯৬ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ হাফসেঞ্চুরিও তুলে নেন তিনি। ইবাদত হোসেনের সঙ্গে শেষ উইকেটে ৪৬ রানের কার্যকরী জুটিতে ভর করে ২২৭ রানে থামে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে আদিত্য আশোক নেন সর্বোচ্চ ৩ উইকেট, ফক্সক্রফট ও লেনক্স নেন দুটি করে উইকেট।
এরপর জবাবে নেমে ব্যাট করতে নেমে কিউই ওপেনাররা এনে দেন আক্রমণাত্মক সূচনা। ৭৭ রানে প্রথম উইকেট হারালেও মাঝের কয়েকটি উইকেট দ্রুত হারায় সফরকারীরা। ১৬৬ রানে ৬ উইকেট পড়ে গেলে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে ডিন ফক্সক্রফট ও জ্যাক ফউকস দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। ফক্সক্রফট ৩৬ ও ফউকস ২৮ রান করে অপরাজিত থেকে দলকে ১০ বল বাকি থাকতে জয় এনে দেন। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচে সফরকারী দল।