সিপিবি কার্যালয়ে ধর্ষণবিরোধী কর্মসূচি, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (১৫ মার্চ) সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ধর্ষণবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছেন দলের নেতা-কর্মীরা। বিকালেও তাদের কর্মসূচি রয়েছে।

জানা গেছে, সিপিবি কার্যালয় দখল ও হামলার হুমকি রয়েছে। এ বিষয়ে পল্টন থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাজেদুল হক রুবেল সাংবাদিকদের বলেন, সারা দেশে ধর্ষণবিরোধী আন্দোলন চলছে। কমিউনিস্ট পার্টির ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি গতকালও প্রতিবাদ সমাবেশ করেছে। তারই অংশ হিসেবে আজ সকালে কালো পতাকা উত্তোলন ও বিকালে শোকমিছিল কর্মসূচির ডাক দিয়েছে দেশের ১৫টি বাম ও গণতান্ত্রিক ছাত্র ও যুব সংগঠন। যেভাবে ফ্যাসিস্টবিরোধী, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে কমিউনিস্ট পার্টির নেতা–কর্মীরা অংশ নিয়েছিলেন, আজকেও তারা ঠিক একইভাবে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টার দিকে সিপিবির কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম।

তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে। এই লজ্জা আমরা ধারণ করতে পারছি না।’ নারীবিদ্বেষী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি জানান সিপিবি সভাপতি। তিনি বলেন, এসব বক্তব্য নারীবিদ্বেষ উসকে দিচ্ছে। এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সিপিবির ডাকা আজকের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী অংশ নিয়েছে।

Comments (0)
Add Comment