গম্ভীর থাকলে বাবার মতো লাগে আর হাসলেই মায়ের মুখটা ভেসে ওঠে চোখে। মুখ দেখলে বলে দিতে হয় না এই স্টারকিড কাদের সন্তান। সিনেমায় তাঁকে দেখার জন্য অধীর ভক্তরা। কারণ বাবা-মা দুজনই বলিউডের সুপারস্টার যাকে বলে। কাজল আর অজয় দেবগণের কথাই বলছি। চলুন দেখে নিই তাদের স্টাইলিশ কন্যার যত আকর্ষণীয় লুক। ২২ বছর বয়সেই ইন্টারনেট সেনসেশন বনে গিয়েছেন নাইসা দেবগণ। স্কুল-কলেজ পেরিয়ে এখন নাকি পড়ছেন সুইজারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে। তবে প্রায়ই দেখা দেন তিনি নানা বলিউড পার্টি আর নজরকাড়া ফটোশুটে। সবার এখন একটাই প্রশ্ন। সিনেমায় আসতে কত দেরি, সুন্দরী?
১/১২
ফুশিয়া ব্রোকেড স্কার্টের সঙ্গে সোনালি টপের লেহেঙ্গা পরেছেন নাইসা। সঙ্গে ম্যাচিং ওড়না আর সফট কার্লস
২/১২
থাই স্লিট কালো স্কার্ট, রংচঙে রেট্রো আমেজের ব্রালেট টপ আর কোট বেছে নিয়েছেন এখানে এই স্টাইলিশ স্টারকিড
৩/১২
মায়ের মতোই মোহনীয় লাগছেন নাইসা লাল নেটের শাড়ি আর ডিপ ভি নেক ম্যাচিং ব্লাউজে