ভারতকে আগের দিন দুইশোর নিচে আটকে দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ব্যাট করতে নেমে স্বস্তি উবে গেল তাদের। ভারতীয় পেসারদের তোপে অস্ট্রেলিয়াও গুটিয়ে গেল অল্প রানে। দারুণ বোলিংয়ে লিডই নিয়ে নিল জাসপ্রিট বুমরাহর দল।
সিডনি টেস্টে শনিবার (৪ জানুয়ারি) দ্বিতীয় দিনের চা-বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৮১ রানে। তাতে ৪ রানের লিড নিয়ে নিয়েছে ভারত।
অজিদের অল্প রানে আটকে দিতে দারুণ ভূমিকা রেখেছেন এই টেস্টে একাদশে আসা পেসার প্রসিদ কৃষ্ণ। ৪২ রানে ৩ উইকেট নিয়ে তিনি দলের সফলতম বোলার। ৫১ রানে রানে ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ। অধিনায়ক বুমরাহ ৩৩ রানে ২ ও নিতিশ কুমার রেড্ডী ৩২ রানে পান ২ উইকেট।
১ উইকেটে ৯ রান নিয়ে নামা অজিরা দিনের শুরুতেই খায় ধাক্কা। পারনাশ লাবুশানেকে উইকেটের পেছনে ক্যাচ বানান বুমরাহ। তরুণ সেনসেশন স্যাম কনস্টাস থিতু হয়ে বাড়তে পারেননি। ৩৮ বলে ২৩ রান করে তিনি শিকার সিরাজের। ট্রেভিস হেডকেও সিরাজ তুলে নিলে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল।
এরপর প্রতিরোধ গড়েন বাউ ওয়েবস্টাস। স্টিভেন স্মিথের সঙ্গে যোগ করেন ৫৭ রান। ৩৩ করা স্মিথ কৃষ্ণের শিকার হলে আলেক্স কেয়ারিকে নিয়ে এগুচ্ছিলেন ওয়েবস্টার। ৪১ রানের জুটির পর আবার কৃষ্ণ এসে কেয়ারিকে ফিরিয়ে ভেঙে দেন জুটি। পরে নিতিশ জোড়া শিকার ধরার পর সিরাজ মুড়ে দেন ইনিংস।