অ্যাজমা সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। বুধবার রাতে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরনো অ্যাজমা সমস্যার কারণে দু’দিন আগে সিএমইচএ ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন যে, তার শরীরের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ ও বিশ্রামে রাখা হয়।
তিনি আরও জানান, গত দু’দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন। তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি সুস্থ আছেন। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।’