মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার সময় আবেগে কেঁদে ফেললেন শোভিতা ধুলিপালা। তার পর তাকিয়ে রইলেন স্বামীর দিকে। ইতিহাস বলছে, এর আগে মঙ্গলসূত্র পরে আবেগে ভেসে গিয়েছিলেন আরও একজন। আর এক দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দু’জনের মাঝখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিন নাগা চৈতন্য।
বুধবার(৪ ডিসেম্বর) রাতে দ্বিতীয় বার বিয়ে সারলেন নাগ চৈতন্য। তেলুগু মতে তাদের বিবাহের আচার অনুষ্ঠান এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ২০১৭ সালে সামান্থাকে বিয়ে করেছিলেন নাগা। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশিদিন টেকেনি। নাগা অবশ্য এগিয়ে গেছেন, খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। অন্য দিকে নিজের মনের দরজায় খিল দিয়েছেন সামান্থা, অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। নাগা-শোভিতার বিয়ে হয়ে যাওয়ার আগে থেকেই নিজের সমাজমাধ্যম থেকে নাগার সঙ্গে তার বিয়ের সব ছবি মুছে ফেলছেন সামান্থা। কিন্তু সবটা পারেননি। নাগার তিন স্মৃতি এখনও জ্বলজ্বল করছে অভিনেত্রীর পাতায়।
প্রাক্তন স্বামীর বিয়ের দিন সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তিনি এক বালিকার ভিডিয়ো পোস্ট করেছেন, যে লড়ছে এক বালকের সঙ্গে। সামান্থা লিখেছেন, ‘ফাইট লাইক গার্লস!’ সামান্থার কথায়, ‘অপমানিত হলে, লড়ে যাও!’ বিবাহবিচ্ছেদের পর সামান্থা কর্মজীবনে যেমন সাফল্য পেয়েছেন, পাশাপাশি গুরুতর অসুস্থও হয়েছেন বেশ কয়েক বার। তবে তিনি যে থেমে থাকবেন না, নিজের কাছে নিজেই যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন অভিনেত্রী। তবু নাগা রয়ে গিয়েছেন সামান্থার সামজমাধ্যমের পাতায়।
সেখানে নাগার সঙ্গে তিনটে ছবি দেখা যাচ্ছে। তিনটিই ২০১৭ সালের। একটি বিজ্ঞাপনের শুটে। অন্যটি নাগার ও তার হাত পাশাপাশি রাখা সামান্থা লিখেছেন, ‘যেখানে তোমার ইচ্ছে নিয়ে চল আমায়।’
আরেকটি ছবিতে নাগার পাশে দাঁড়িয়ে সঙ্গে রয়েছে তাদের বন্ধু বান্ধব। এ ছাড়াও একটি ছবি রয়েছে সামান্থার ইনস্টাগ্রামে। সেটি তাঁদের বিয়েরই ছবি। ২০১৭ সালে ২৩ নভেম্বর নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন সামান্থা। সেখানে লেখা ছিল, ‘তোমার হৃদয় যা চায়, ঈশ্বর যেন তোমায় তা-ই দেন, প্রার্থনা করি।’ অনুরাগীরা উষ্মা প্রকাশ করেছেন এ ছবির জন্য। তাদের দাবি এ ছবি সরিয়ে ফেলে এ বার এগিয়ে যাওয়া উচিত সামান্থারও।
অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, ‘তুমি জানো আমি তোমাকে বেশি ভালবাসি।’ তবে গত তিন বছরে যেন পুরানো সামান্থার অনেকটাই বদল ঘটিয়েছেন অভিনেত্রী।