সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হচ্ছেন ওলিউর রহমান ও হয়জুদ্দিন। তারা লোডার হিসেবে কাজ করতেন।

নিহত হয়জুদ্দিনের ভাই আবদুল জলিল বলেন, ‘আমার ভাই লোডারের কাজ করত। তারা মাল নিয়ে ঢাকা থেকে গাড়ির সঙ্গে এসেছিল। গাড়ি থেকে মালগুলো নামানোর সময় দুর্ঘটনা ঘটে। একজনের মাথায় লাগে। আরেকজনের তলপেটে লাগে। পরে মারা যায় দুইজনই।’

সাভার মডেল থানাধীন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুপার বরাবর লাশ ময়নাতদন্তের জন্য না পাঠানোর অনুরোধ করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।