সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধ্যাপক গোলাম রহমান নিজেই তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
অধ্যাপক গোলাম রহমান ফেসবুক পোস্টের লেখেন, নাঈম আরা হোসেন সকাল ৫টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম আরা হোসেন ২৯ মে পরিবারের সদস্যদের সঙ্গে করোনায় আক্রান্ত হন। পরবর্তীকালে পরীক্ষায় নেগেটিভ এলেও নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা দেখা দেয়। ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হলে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়। দেয়া হয় প্লাজমা থেরাপিও।
এরপর ফের অবস্থা খারাপ হলে ১২ জুন আবারও আইসিইউতে নেয়া হয়। সব চেষ্টা ব্যর্থ করে আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোক জানিয়েছেন।