ওয়েষ্ট ইন্ডিজের গতিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং বিপর্যয়।
রোববার সকালে ব্যাট করতে নেমে উইন্ডিজের তিন তারকা পেসার সামার জোসেফ, সিডেন সেলস ও জাস্টিন গ্রেভসের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম দুই টেস্টে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পড়ে ব্যাটিং বিপর্যয়ে।