রাজধানীর মিরপুর রোডে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, পাঁচ দাবিতে তারা ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এরপর তারা সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা জানান, ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিলসহ পাঁচ দাবির অগ্রগতি জানতে তারা ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।
তারা অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।
ডিএমপির সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফ বলেন, ‘সন্ধ্যার দিকে অন্তত ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টায়ও ওই এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।
অবরোধকারী শিক্ষার্থীদের একজন আবদুর রহমান বলেন, ‘আমরা আমাদের দাবি নিয়ে অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করতে যাই। তিনি আমাদের ছাত্রদের অপমান-অপদস্ত করে বের করে দিয়েছেন। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি। ওই শিক্ষক এসে প্রকাশ্যে ক্ষমা চাইলেই আমরা সড়ক ছাড়ব।’