সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৮ রিসোর্ট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রওনা হয়েছে।

এদিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভাতে কাজ করছেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা। তবে দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছিল।

স্থানীয়রা জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে সাজেক অবকাশ, ইকো ভ্যালি ও মেঘছুট রিসোর্ট এবং মনটানা ও মারুয়াতি রেস্টুরেন্টসহ ৮টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি।

Comments (0)
Add Comment