টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন মাত্র একজনেরই একশ উইকেট ছিল। তিনি লঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, ১০০ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টিতে হাজার রান করা একমাত্র ক্রিকেটার সাকিব। তাকে এবার অভিনন্দন জানালেন মালিঙ্গা।
বাংলাদেশের ৬০ রানে জয় পাওয়া পঞ্চম টি-টোয়েন্টিতে মাত্র ৯ রানে ৪ উইকেট নেন সাকিব। তার শততম শিকার হয়েছেন অ্যাস্টন টার্নার (০)। ক্রিকইনফোর সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা সাকিবের এমন অর্জনের খবরে কমেন্ট করেন লাসিথ মালিঙ্গা। তিনি লিখেন, ‘অভিনন্দন! সাকিব, আরো অনেক পথ যেতে হবে।’
১০৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ শিকার মালিঙ্গার। ১০২ উইকেট নিয়ে সাকিব আছেন দুই নম্বরে। তবে হাজার রান আর একশ উইকেট কারও নেই। সাকিবের পর একশ টি-টোয়েন্টি উইকেটের দৌড়ে আছেন টিম সাউদি (৯৯ উইকেট) ও রশিদ খান (৯৫)। তবে ব্যাট হাতে তাদের রান যথাক্রমে ২৪৯ ও ১৭৯।