সাইপ্রাসকে দু ভাগ করার প্রস্তাব এরদোয়ানের

ইউরোপের দেশ সাইপ্রাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও দুই ভাগে বিভক্ত। একটি ভাগ আছে গ্রীসের দখলে। অন্যটি তুরস্কের দখলে। গ্রীসের দখলে লথাকা অংশ দক্ষিণ সাইপ্রাস নামে পরিচিত। তুর্কি দখলে থাকা অংশটি পরিচিত উত্তর সাইপ্রাস নামে। এই সমস্যা সমাধানে দেশটিতে দুইভাগে ভাগ করার প্রস্তাবনা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আল জাজিরার বরাতে জানা যায়, উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭তম বার্ষিকীতে সেখানকার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে যান তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, সাইপ্রাসে দুই ধরনের মানুষ বসবাস করেন এবং দুটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দুটি আলাদা দেশের আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি।

১৯৭৪ সালে তুর্কিদের দখলে চলে আসে উত্তর সাইপ্রাস। সেখানে বর্তমানে তুর্কিপন্থী একটি সরকার তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। সমস্যা হচ্ছে, এই অঞ্চলটিকে তুরস্ক ছাড়া বিশ্বের অন্য কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি।

এদিকে, এরদোয়ানের উত্তর সাইপ্রাস সফর ও তার মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাইপ্রাসের জনগণ বলছে, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো শ্রদ্ধা নেই এবং তারা ইউরোপীয় নীতি ও মূল্যবোধও মানে না।

Comments (0)
Add Comment