সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় জড়িত রফিকুল ইসলাম আরমান (১৯) নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে।

আরমান জামালপুর সদরের মো. ফরহাদের ছেলে। তিনি গাজীপুরে থাকতেন। এ নিয়ে তুহিন হত্যাকাণ্ডে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস জানান, সোমবার রাত ২টার দিকে র‌্যাব আরমানকে বাসন থানায় হস্তান্তর করে। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। মঙ্গলবার বিকেলে আরমানকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ পাঠানো হয়। শুনানি শেষে বিচারক ওমর হায়দার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি হ্যানিট্রাপ ঘটনায় মোবাইল ফোন দিয়ে ভিডিও চিত্র ধারণ করতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।