‘সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতি’ ঘোষণা সার্বিয়ার সামরিক বাহিনীর

সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এরইমধ্যে নিজেদের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে সার্বিয়া। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘যুদ্ধের জন্য প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে। প্রায় এক মাস ধরে কসোভো ও সার্বিয়ার মধ্যে উত্তেজনার মধ্যেই এই ঘোষণা এলো। এ খবর দিয়েছে বিবিসি।

গণমাধ্যমগুলোতে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, কসোভো এখন নিজের সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না সার্বিয়া। ২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে নিজের স্বাধীনতা ঘোষণা করেছিল কসোভো। স্বাধীনতা ঘোষণার পর কসোভোতে যেসব সার্ব রয়ে গেছেন তাদের নানাভাবে নিপীড়ন ও বৈষম্যের অভিযোগ এনেছে সার্বিয়া। সম্প্রতি সার্বদের গাড়ির নাম্বার প্লেট পরিবর্তনে চাপ দেয় কসোভো। এর জেরে উত্তর কসোভোর সার্ব সংখ্যাগরিষ্ঠ এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায়।

কসোভো নিজ দেশের সার্বদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে এমন আশঙ্কার প্রেক্ষিতে কসোভোতে সেনা পাঠানোর ইচ্ছা প্রকাশ করে সার্বিয়া।

দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ ঘোষণা দিয়েছেন, সার্বিয়ার জনগণকে রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে। তবে সার্বিয়ার এমন অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি কসোভো। তবে এর আগে কসোভো অভিযোগ করেছিল, প্রেসিডেন্ট ভুচিচ সংঘাত সৃষ্টিতে গেম খেলছেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন এই উত্তেজনা প্রশমনে মধ্যস্ততার চেষ্টা করছে। ২৭ দেশের জোটের তরফ থেকে দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার আহ্বান জানানো হয়েছে। সার্বিয়া এবং কসোভোর নেতারা যাতে নিজেরাই শান্তির পক্ষে কাজ করেন সেই অনুরোধ করেছে ইইউ। তবে সার্বিয়া কসোভোকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে প্রত্যখ্যান জানিয়ে আসছে।

Comments (0)
Add Comment