সরকারি নিয়ম মানতে নিমগাছে কোয়ারেন্টিনে!

ভিন্নরাজ্য থেকে ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন বিধি মানতে গাছের ডালে আশ্রয় নিয়েছেন ভারতের এক তরুণ।

পেশায় শ্রমিক পাপ্পুর বয়স আঠারো। বাড়ি রাজস্থান। কিন্তু পাপ্পু এবং তার দুই ভাই শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর কাজ হারিয়ে সবাই রাজস্থান ফিরেছেন।

ভারতে ভিন্ন রাজ্য থেকে নিজ রাজ্যে ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নিয়ম করেছে সরকার।

কিন্তু পাপ্পুদের বাড়িতে মাত্র দুটি ঘর। মহারাষ্ট্র থেকে ফেরার পরে পাপ্পুর দুই ভাই একটি ঘরে কোয়ারেন্টিনে রয়েছেন। অন্য ঘরটিতে পরিবারের বাকি সদস্যরা থাকছেন।

পাপ্পুর আলাদা হয়ে কোয়ারেন্টিনে থাকবার কোন উপায় নেই। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা মানতে বদ্ধপরিকর তিনি। তাই অন্য উপায় না পেয়ে একটি নিমগাছের উপর আশ্রয় নিয়েছেন এই তরুণ।

রাজস্থান ফিরেই তড়িঘড়ি করে নিমগাছের ডালের উপর বাঁশ দিয়ে মাচা তৈরি করে ফেলেন।

তার পর থেকে সেখানেই দিন-রাত কাটাচ্ছেন। পাপ্পু জানান, করোনার সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।

হিন্দুস্তান টাইমস।

Comments (0)
Add Comment