তীব্র সমালোচনা সত্ত্বেও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এই বৈঠকের পর ম্যাক্রন বলেছেন, রিয়াদ এবং বৈরুতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স ও সৌদি আরব। এ জন্য এই দুই নেতা যৌথভাবে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে ফোনে কথা বলেছেন। একে দেখা হচ্ছে সৌদি আরব ও লেবাননের মধ্যে সৃষ্ট উত্তেজনা সমাধানের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর শেষে সৌদি আরব সফর করেন শনিবার। এ সময় তিনি সাক্ষাৎ করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। তবে এ নিয়ে তীব্র সমালোচনা আছে। বলা হয়েছে, এর মধ্য দিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বৈধতা দিচ্ছেন ম্যাক্রন। ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর ম্যাক্রনই প্রথম পশ্চিমা রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে প্রিন্স মোহাম্মদের সঙ্গে সাক্ষাতে বসলেন। ওদিকে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে নিয়ে সমালোচনাকারী লেবাননের তথ্যমন্ত্রী শুক্রবার পদত্যাগ করেছেন। তার সমালোচনাকে কেন্দ্র করে লেবাননের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও কয়েকটি উপসাগরীয় দেশ। প্রিন্স মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর ম্যাক্রন বলেছেন, অল্প সময়ের মধ্যে লেবাননের সঙ্গে আর্থিকভাবে যুক্ত হতে প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।