সন্তানদের জন্য রেখে গেছেন শুধু তিনটি গাড়ি!

দিয়েগো ম্যারাডোনা মৃত্যুর পর তার সম্পদের বণ্টন ও উত্তরাধিকারের লড়াই নিয়ে যে ঝামেলা বাধবে তা বোঝাই যাচ্ছিল।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির উইল সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। আইনি বিষয়গুলো দেখতে সরকারের পক্ষ থেকে প্রশাসক ও আইনজীবী নিয়োগ করা হয়েছে।

তবে তাতে পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। ইতালির নেপলসে জন্ম নেয়া ম্যারাডোনার বড় ছেলে দিয়েগো জুনিয়র তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছেন, তার বাবার সম্পদের তালিকায় আছে মাত্র তিনটি গাড়ি!

প্রকৃত সত্য উদ্ঘাটন করতে তাই বুয়েনস এইরেসে উড়ে যাচ্ছেন দিয়েগো জুনিয়র। যাওয়ার আগে ইতালির গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই সফরের মূল উদ্দেশ্য বাবাকে শেষ বিদায় জানানো।

করোনায় আক্রান্ত হওয়ায় তার শেষকৃত্যে আমি উপস্থিত থাকতে পারিনি। আর্জেন্টিনায় আমার একজন আইনজীবী আছেন।

দিনে অন্তত পাঁচবার তার সঙ্গে আমার কথা হয়। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার বাবার সম্পদের তালিকায় এখন পর্যন্ত মাত্র তিনটি গাড়ির অস্তিত্ব পাওয়া গেছে, যা শুনে আমি হতভম্ব। এই গল্পের অনেক অন্ধকার দিক আছে। আমি সত্যটা জানতে চাই।’