সকল করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে নিউজিল্যান্ড

সব ধরণের কোভিড বাধা-নিষেধ তুলে দিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে মহামারি শুরুর দুই বছর পর অবশেষে ভাইরাসের সঙ্গেই বসবাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও দেশটিতে কোভিড সংক্রমনের উচ্চহার দেখা যাচ্ছে তারপরেও সেখানে এখন থেকে কোভিড সংক্রান্ত বাধানিষেধগুলো আর কার্যকর থাকছে না। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

বুধবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন জানান, ভ্যাকসিন মেন্ডেট এবং সমাবেশের কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। শুক্রবার রাত ১২ টা থেকে বাইরে সমাবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। তবে ঘরের মধ্যে জড়ো হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জনের সীমা টানা হয়েছে, আগে এটি ছিল ১০০ জন। এছাড়া ৪ এপ্রিল থেকে কোথাও আর ভ্যাকসিন পাস লাগবে না। মাস্ক পরার বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে।
কোভিডের পূর্বে খেলাধুলা, কনসার্ট, উৎসব বা বিয়ের অনুষ্ঠান যেভাবে চলতো সেভাবেই চলবে আবারও। তবে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে ভ্যাকসিন এখনো বাধ্যতামূলক থাকছে।

এই সিদ্ধান্ত এমন সময় ঘোষণা করা হয়েছে যখন নিউজিল্যান্ডজুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। বুধবার দেশটিতে ২০ হাজারেরও বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। তবে ভ্যাকসিনের কারণে মৃত্যুর হার একদম কমে এসেছে। এদিন কোভিডে মারা গেছেন ১১ জন।

Comments (0)
Add Comment