সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয়: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন— ‘সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়’। তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি।’

বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা করেন শেষে তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনও বাকি রয়েছে। আজকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে, যারা একমত হতে পারে, তারা একসঙ্গে কাজ করতে পারে। এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।’

নির্বাচন আন্দোলনের প্রসঙ্গে নজরুল বলেন, ‘আমরা একত্রিত আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের সঙ্গেই জনগণের কল্যাণে কাজ করবো। নির্বাচন নিয়ে যে দাবি করা হচ্ছে, তা যদি অযৌক্তিকভাবে অগ্রাহ্য করা হয়, তাহলে আন্দোলন হবে। তবে এখনও দাবি অগ্রাহ্য হয়নি।’

নজরুল আরও জানান, ‘এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে, আমরা আমাদের মতামত দেবো।’

এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটি প্রধান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন এর আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

Comments (0)
Add Comment