শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে অন্তত ৪১ জন আইনপ্রণেতা জোট থেকে বেরিয়ে যাওয়ার পর সংসদীয় কার্যধারা অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ক্ষমতাসীন জোট মঙ্গলবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
রাজাপাকসের জোট থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির নেতা মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, “আমাদের দল জনগণের পাশে রয়েছে।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়- ওই আইনপ্রণেতারা জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলে রাজাপাকসে সরকার সংসদে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এতে সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণ আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে, যদিও স্বাধীন আইনপ্রণেতারা এখনও সরকারি প্রস্তাবগুলোকে সমর্থন করা চালিয়ে যেতে পারবেন।