সংবিধানের চেয়ে বেশি আলোচনা করা উচিত মানুষের সমস্যা নিয়ে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান, নির্বাচন, সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার চেয়ে বেশি আলোচনা করা উচিত জনমানুষের সমস্যা সমাধান নিয়ে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যদি আমরা পত্রিকা খুলি, টেলিভিশনের পর্দায় দেখি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কী পরিমাণ কষ্টে আছে দেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে, জনগণের রায় পেলে এই ব্যবস্থাকে কীভাবে ডিল করব, আমি কিভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখবো। এটিকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তবে বাজার ব্যবস্থা সাজাব, এটিকে ঠিক করতে হলে কীভাবে আমরা উৎপাদন বাড়াব, এ সব বিষয় ভাবতে হবে।

তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে, এসব বিষয়গুলো অবশ্যই আমাদের জাতির সামনে অ্যাড্রেস করা উচিত। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে যেমন আলোচনা করা উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের সমস্যা সমাধান হবে, কোন দল কীভাবে করবে।’

তিনি বলেন, ‘আসুন জনগণের সমস্যাগুলোর বিষয়ে আমরা চিন্তা করি, কথা বলি। এ ব্যাপারেও আমাদের কী কী সংস্কার আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা একজন আরেকজনের বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব। কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে এসে যেন না দাঁড়াই, যেখানে আমরা জনগণের দেশে‌র ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্যকিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি হলে সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অবশ্যই এটি কারোরই চাওয়া নয়।’

কৃষি উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় তুলে ধরে তারেক বলেন, ‘দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে অবশ্যই আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি উপাদন কীভাবে বৃদ্ধি করব? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু খাল খননের মাধ্যমে কৃষিজমিতে উপাদন বাড়িয়েছিলেন। যে জমিতে এক ফসল হতো সেখানে দুই-তিন ফসল হয়েছে সঠিক সময়ে পানি সরবরাহ করার মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘২০ কোটি জনসংখ্যার এই দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা। আমরা রাজনৈতিক দলগুলো কীভাবে আমাদের দেশের মানুষের ন্যুনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব সে বিষয়গুলো কেন তুলে ধরছি না। সেটি কি সংস্কার নয়? আমি যে বাজার ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয়?’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটি কি সংস্কার?, শুধু নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে। এটিই কি শুধু সংস্কার? জনগণের সমস্যাগুলো সমাধান করার বিষয়গুলোকে নিয়ে সংস্কার হতে পারে না? রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এগুলো সংস্কারের প্রয়োজন।’

তারেক রহমান আরও বলেন, ‘সংস্কার আরও হতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা?’

Comments (0)
Add Comment